মুম্বাই শিবিরে আলজারি জোসেফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে নাম সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডম মিলনে। তাঁর বদলি হিসেবে উইন্ডিজ তরুণ পেসার আলজারি জোসেফকে দলে টেনেছে তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
৭৫ লক্ষ্য রুপিতে প্লেয়ার্স ড্রাফট থেকে অ্যাডাম মিলনেকে দলে নিয়েছিল মুম্বাই। আলজারিকে দলে নেয়ার বিষয়টি মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তাঁরা জানায়,

'আমরা আইপিএলের এই মৌসুমের জন্য উইন্ডিজ পেসার আলজারি জোসেফকে দলে নিয়েছি। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনের পরিবর্তে তাঁকে দলে নেয়া হয়েছে।'
আইপিএল শুরুর আগেই নিজের নাম সরিয়ে নেন মিলনে। যেকারণে দিল্লির বিপক্ষে মুম্বাই দলে মিচেল ম্যাক্লেনেগান ছাড়া কোন বিদেশি পেসার ছিল না।
লাসিথ মালিঙ্গাও প্রথম ছয় ম্যাচে খেলতে পারবেন না মুম্বাইয়ের হয়ে। তাই সব কিছু বিবেচনা করে আলজারি জোসেফকে দলে ভিড়িয়েছে দলটি।
এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন আলজারি। দেশের হয়ে ৯টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেছেন এই ক্যারিবিয়ান পেসার।