'আগে থেকেই টেম্পারিংয়ের চেষ্টা করে আসছিল অস্ট্রেলিয়া'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ইয়ান হিলি বিশ্বাস করেন কেপটাউন টেস্টের অনেক আগে থেকেই অস্ট্রেলিয়া দল বল টেম্পারিংয়ের চেষ্টা করে আসছিল। ক্যামেরন ব্যানক্রফট শিরিষ কাগজ দিয়ে টেম্পারিং করার আগে ভিন্ন পন্থায় বল টেম্পারিং করার চেষ্টা করেছিল অজিরা বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিং কান্ডের এক বছর পূর্তির দিনে এসব নিয়ে কথা বলেছেন হিলি। তাঁর ধারণা, অন্য কোন কিছু দিয়ে টেম্পারিং করার চেষ্টা না করলে তাঁরা কিভাবে জানলেন যে শিরিষ কাগজ দিয়ে এটা করা যায়! হিলি বলেন,

'অন্য কোন কিছু দিয়ে টেম্পারিং করার চেষ্টা না করে থাকলে আপনি সরাসরি কিভাবে শিরিষ কাগজে পৌঁছালেন। আমরা তো এর আগে কখনও শুনিনি এভাবে টেম্পারিং করা যায়। তাঁর মানে নিশ্চয়ই আপনি অনেক কিছু দিয়ে আগে চেষ্টা করে দেখেছেন।
ক্রিকেট বিশ্বে অনেক দলই বল টেম্পারিং করে আসছে। কিন্তু আমরা অনেক নিচু মানের কাজ করেছিলাম যেকারণে ছেলেদের অনেক বড় ক্ষতিপূরণ দিতে হয়েছে।'
গত বছর ২৩শে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং ইস্যুতে জড়িয়ে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।
তাঁদের সাথে একই ঘটনায় লিপ্ত থাকার দরুন আরেক অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চলতি মাসের ২৯ তারিখে শেষ হতে যাচ্ছে স্মিথ এবং ওয়ার্নারের নিষেধাজ্ঞা।