বিশ্বকাপ দল নিয়ে ৯৯.৯ ভাগ নিশ্চিত গিবসন!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে কারা খেলবে সেটি নিয়ে ৯৯.৯ ভাগ নিশ্চিত প্রোটিয়াদের প্রধান কোচ ওটিস গিবসন। বিশ্বকাপের আগে সকলেই সুস্থ এবং ফিট হয়ে উঠবেন, বিশ্বাস তাঁর।
বর্তমানে ক্রিকেটারদের টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন গিবসন। একই সাথে বিশ্বকাপের আগে মানসিক দিকগুলোও দেখা হচ্ছে ক্রিকেটারদের। তাঁর ভাষ্যমতে,

'আমরা প্রায় ৯৯.৯ ভাগ নিশ্চিত যে কাদের নিয়ে আমরা বিমানে উঠবো। আমরা বিশ্বকাপে ইনজুরি নিয়ে যেতে চাই না এবং আশা করি সকলেই সুস্থ এবং ফিট হয়ে আসবে।'
গিবসন আরও যোগ করেন, 'এটি নিয়ে আমরা কাজ করছি, ঠিক যেমনটা আমরা টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল ইস্যুগুলো নিয়ে কাজ করে আসছি। আমরা মানসিক দিকগুলো নিয়েও কাজ করছি।'
চলমান আইপিএলে যেসব দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার খেলছেন তাদের প্রত্যেকের ফিটনেস নিয়ে আলাদা কাজ করা হয়েছে বিধায় ইনজুরি নিয়ে সমস্যায় পড়তে হবে না তাদের, বিশ্বাস গিবসনের। তিনি বলেছেন,
'যেসব খেলোয়াড় আইপিএলে গিয়েছে তাদের প্রত্যেকের ফিটনেস নিয়ে আলাদা কাজ করা হয়েছে যেন ১২ই মে তে আমাদের সাথে যখন তাঁরা যোগ ??িবে তখন কোনো ইনজুরি সমস্যা না থাকে। দিন শেষে মাঠে লড়াইয়ের সময় আপনাকে শান্ত থাকার পাশাপাশি মানসিক দিক থেকে প্রশান্তি পেতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।'