অলিম্পিক কিংবদন্তী ফেলপসকে ব্যাটিং শেখালেন পান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৩ বার অলিম্পিক সোনাজয়ী সাতারু মাইকেল ফেলপস এসেছিলেন দিল্লী ক্যাপিটালস শিবিরে। সেখানেই তরুণ ভারতীয় উইকেটরক্ষক রিশভ পান্তের কাছে ব্যাটিংয়ের দীক্ষা নিয়েছেন তিনি।
গত মঙ্গলবার দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচটি দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বসে দেখেছেন আমেরিকান এই সাতারু।

পরের দিনই হানা দিয়েছেন দিল্লী শিবিরে। রিশভ পান্তের কাছে নিয়েছেন ব্যাটিংয়ের দীক্ষা। ক্রিকইনফোকে এই প্রসঙ্গে ফেলপ্স জানান,
'আমি কিছু টিপস পেয়েছি তাঁর কাছ থেকে। যেমন কিভাবে ব্যাট ধরতে হয় বা কিভাবে ব্যাট সুইং করাতে হয় এসব আমি জেনে নিয়েছি। আগে আমি বেসবল খেলেছি, গলফ খেলেছি, এবার খুব আনন্দের সঙ্গেই ব্যাটিং করলাম।'
মনোযোগী ছাত্রকে পেয়ে খুশি পান্তও। সোনা জয়ী তারকাকে কাছে পেয়ে নিজেও শিখেছেন অনেককিছু। ক্রিকইনফোকে জানান,
'ছাত্র হিসেবে সে অসাধারণ। ২৩ টি স্বর্ণের মেডেল জেতা সহজ কথা নয়। আমি তাঁকে কিছু বিষয় শিখিয়েছি। তবে আমি তাঁর সঙ্গে তাঁর মনোবল নিয়ে আলাপ করেছি।
'যেমন সে যখন সাঁতার কাটে তখন তাঁর মনোবল কেমন থাকে। সে আমাকে বলছে কঠোর পরিশ্রম করতে, জীবনের বাকী সময়গুলোকে কাজে লাগাতে।'