পাঞ্জাবের মুখোমুখি দুইবারের শিরোপা জয়ী কলকাতা
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ঘরের মাঠে ফের নামছে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবকে আতিথ্য দিবে শাহরুখ খানের দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয়ের মুখ দে খেছে। যেকারণে আত্মবিশ্বাসের দিক দিয়ে তুঙ্গে থাকবে দুদলই। ঘরের মাঠে খেলা বলে বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করবে কলকাতা। পাঞ্জাব চাইবে প্রথম ম্যাচের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে।
তবে এখন পর্যন্ত মোট ২৩ বার আইপিএলে মুখোমুখি হয়েছে তাঁরা। যার মধ্যে পাঞ্জাবের চেয়ে দ্বিগুণ পরিমাণ ম্যাচ জিতেছে কলকাতা।

২০১৪ সালের আইপিএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুইদল। যেখানে পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিতেছিল কলকাতা। মোট ২৩বারের লড়াইয়ে কলকাতা জিতেছে ১৫টি আর পাঞ্জাব জিতেছে ৮বার।
ব্যাট হাতে প্রথম ম্যাচে আলো ছড়ানো কলকাতার ব্যাটসম্যান নিতিশ রানার ব্যাটের দিকে এই ম্যাচেও চেয়ে থাকবে কলকাতা শিবির। এছাড়া আন্দ্রে রাসেল-সুনিল নারিনরা আছেন ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর জন্য।
কিংস ইলেভেনও ব্যাটিংয়ের দিক দিয়ে পিছিয়ে নেই। ক্রিস গেইল প্রথম ম্যাচেই বড় স্কোর পেয়েছেন। আর কলকাতার বিপক্ষে গেইলের জ্বলে উঠা নতুন কিছু নয়।
এছাড়া লোকেশ রাহুল-সরফরাজ আহমেদদের পাশাপাশি এই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাইকেও পাচ্ছে পাঞ্জাব। যেকারণে বোলিংয়ে বাড়তি অনুপ্রেরণা পাবে দলটি।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, শুভমান গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, পিয়ুষ চাউলা, কুলদিপ যাদব, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ
কিংস ইনিংস পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, লোকেশ রাহুল, (উইকেটরক্ষক),মায়ানক আগারওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরন (উইকেটরক্ষক), মন্দিপ সিং, অ্যান্ড্রু টাই, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ শামি, মুজিব উর রহমান, অংকিত রাজপুত।