promotional_ad

আয়ারল্যান্ড সফরের স্কোয়াডে থাকছেন ইয়াসির

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলে অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকছেন ২৩ বছর বয়সী ইয়াসির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা এই ব্যাটসম্যান রয়েছেন দুর্দান্ত ফর্মে। পাঁচ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সংগ্রহ করেছেন যথাক্রমে ৬৫, ৩২*, ১০৬*, ৩৮, ৩৯* রান। ব্যাটিং শৈলী দেখিয়ে নির্বাচকদের নজরে এসেছেন তিনি।


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইয়াসির। ১১ ম্যাচ খেলায় সুযোগ পেয়ে ২৭.৯০ গড়ে ৩০৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে ৭৮ রানের ইনিংস ছিল তাঁর সর্বোচ্চ।


promotional_ad

দীর্ঘদেহী এই ডানহাতি ব্যাটসম্যান পাকিস্তান সফরে ইমার্জিং কাপেও দলের বিপদের সময় চার ইনিংসে ব্যাট করে রান করছিলেন যথাক্রমে ২০, ৪৫, ৫৬ ও ৬৬।


এর আগে জাতীয় লীগে খেলার সুযোগ পেয়ে ছয় ইনিংসে, ৫২.২০ গড়ে ২৬১ রান করেছিলেন করেছিলেন ইয়াসির। ধারাবাহিক পারফর্মেন্সে নজর কাড়া এই ব্যাটসম্যান আয়ারল্যান্ডে সফরে দলের ১৬তম সদস্য হিসেবে যাবেন , জানিয়েছেন বিসিবির মুখপাত্র।


যদিও বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে তাঁর জায়গা এখনও নিশ্চিত নয়। তবে তাঁকে বিশেষ বিবেচনায় রাখছেন জাতীয় দলের নির্বাচকরা।


মে মাসের ৫ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ, উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দলে পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ১৭ মে ফাইনাল খেলবে।


আয়ারল্যান্ড সফর শেষে বিশ্বকাপে যোগ দিতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball