বিশ্বকাপ জিততে হলেও অশ্বিন হবেন না স্টোকস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর জন্য হলেও 'মানকড়' আউটের সাহায্য নিবেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সম্প্রতি টুইটের মাধ্যমে এমন মন্তব্য করেছেন তিনি।
চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে ইংলিশ উইকেটরক্ষক জস বাটলারকে মানকড় আউট করে বিতর্কের জন্ম দেন পাঞ্জাব দলপতি রবিচন্দ্র অশ্বিন।

সেই বিতর্কের জের ধরেই এমন মন্তব্য করেছেন ইংল্যান্ড এবং রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার বেন স্টোকস। ভারতের অধিনায়ক ভিরাট কোহলিকেও এভাবে আউট করতে চাইবেন না স্টোকস। নিজের টুইটারের পাতায় লিখেন,
'ধরেন আমি বিশ্বকাপের ফাইনালে খেলছি, প্রতিপক্ষ ব্যাটসম্যান ভিরাট কোহলি নন স্ট্রাইকে আছেন। আমার বোলিংয়ের সময় তখনও আমি তাঁকে এভাবে আউট করার চিন্তা করব না। কোনোদিনও না, কখনওই না, কক্ষনোই না।'
উল্লেখ্য যে, সোমবার আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুঁড়ে দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছিলো রাজস্থান রয়্যালস। কিন্তু ১৩তম ওভারের পঞ্চম বলে নন স্ট্রাইক প্রান্তে থাকা বাটলারকে কোনও প্রকার সাবধান না করেই রান আউট করে দেন বোলিংয়ে থাকা অশ্বিন।
যা কিনা ক্রিকেটের ইতিহাসে মানকড় আউট নামে পরিচিত। বিতর্কিত এই আউটের পর তুমুল সমালোচনা শুরু হয় ক্রিকেট বিশ্বে। তাই বিশ্বকাপ ফাইনালেও অশ্বিনের মত কাণ্ড ঘটাবেন না স্টোকস।