ফতুল্লাতে শক্তিশালী দোলেশ্বরের মুখোমুখি বিকেএসপি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসরে ভালোই খেলছে ফরহাদ রেজার নেতৃত্বাধীন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত ৫ ম্যাচের ৪টিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থতে অবস্থান করছে তারা।
এবার নিজেদের অবস্থান আরও সুগঠিত করতে আগামীকাল ষষ্ঠ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল নয়টায় তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিকেএসপি। তবে এই ম্যাচে যে সুস্পষ্টভাবেই ফেভারিট হিসেবে থাকছে রেজার দল। কেননা ৫ ম্যাচে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের নবমে অবস্থান করছে আব্দুল কাইয়ুম তুহিনের দলটি।
তার ওপরে এবারের টুর্নামেন্টে অনেকটা তারুণ্য নির্ভর দলই গঠন করেছে বিকেএসপি। পরিচিত মুখ বলতে তেমন কেউ নেই এই দলে। অপরদিকে প্রাইম দোলেশ্বরে ফরহাদ রেজা ছাড়াও সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়রদ, মার্শাল আইয়ুবদের মতো ক্রিকেটাররা রয়েছেন। সবমিলিয়ে আগামীকাল বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বিকেএসপিকে।

ডিপিএলের এবারের আসরে মাত্র ৫ ম্যাচে ৪১১ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছে দোলেশ্বরের হয়ে খেলা সাইফ হাসান। ১৩৭ গড়ে ব্যাটিং করা এই তরুণ এখন পর্যন্ত হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি। সুতরাং আগামীকালের ম্যাচেও জ্বলে উঠতে চাইবেন তিনি।
এদিকে বিকেএসপির শামিম হোসেনও আছেন দারুণ ফর্মে। ১৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ৪২.২০ গড়ে ৫ ম্যাচে ২১১ রান সংগ্রহ করেছেন। হাঁকিয়েছেন ২টি হাফেঞ্চুরি। দোলেশ্বরের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে শামিমের ব্যাটে নির্ভর করবে বিকেএসপি।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ
ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
বিকেএসপিঃ
আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।