promotional_ad

অশ্বিনের সমালোচনায় টুইটারে ঝড়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
আইপিএলে গতকাল রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে জস বাটলারকে মানকড় আউট করে আলোচনায় এসেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও ফেটে পড়েছে সমালোচনায়। 
 
সাবেক এবং বর্তমান অনেক তারকা ক্রিকেটারই অশ্বিনের সমালোচনায় করেছেন টুইটারে। দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন যেমন ভারতীয় অলরাউন্ডারকে উদ্দেশ্য করে লিখেছেন, 'অশ্বিন কোনও স্পিরিট অফ ক্রিকেট পুরষ্কার জিততে পারবে না।'


ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মরগানও বিস্মিত হয়েছেন অশ্বিনের কান্ডে। তিনি টুইট করে লিখেছেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি দেখেছি। তরুণ ক্রিকেটারদের জন্য ভয়াবহ উদাহরণ দেখানো হলো। আমি মনে করি এর জন্য অশ্বিন অনুতপ্ত হবে।'


আরেক ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস, জ্যাসন রয় এবং স্টুয়ার্ট ব্রডও মেতেছেন সমালোচনায়। বিলিংস লিখেছেন, 'এটি ভয়াবহ ছিলো!!!!!'


আর রয় টুইট করেছেন, 'অশ্বিন এটি জঘন্য ব্যবহার। এই ঘটনা দেখার পর খুবই হতাশ আমি।'



promotional_ad

পেস তারকা ব্রড এই মানকড় আউটের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন। লিখেছেন, 'আমি নিশ্চিত না যে এটি একটি বৈধ আউট কিনা। এখানে কোনও স্কিল কিংবা অন্য কিছু প্রয়োজন হচ্ছে না। ব্যাটসম্যানের সাথে কথা বলো যদি মনে হয়। তার ওপর বাটলার দাগ ছেড়ে বের হয়নি যখন অশ্বিন বোলিং করছিলো।'


অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনও সমালোচনা করেছেন অশ্বিনের। তিনি লিখেছেন, 'খুবই ন্যাক্কারজনক এটি, তাই নয় কি?' 


এদিকে থেমে থাকেননি সাবেক ক্রিকেটাররাও। অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন যেমন লিখেছেন, 'একজন অধিনায়ক হিসেবে দল কিভাবে খেলতে চায় এবং দলের মানে কি সেটা বুঝিয়ে দেয়া উচিৎ। কেন গত রাতে এই ধরণের মর্যাদাহানিকর নিম্নমানের ব্যবহার দেখা গেল? তোমাকে তোমার সাথেই থাকতে হবে। দুঃখিত হওয়ার জন্য এরই মধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে মিস্টার অশ্বিন। এই নিম্নমানের ব্যবহারের জন্য তোমাকে মনে রাখা হবে।'


উল্লেখ্য ঘটনার মূল সূত্রপাত হয়েছিলো রাজস্থানের ব্যাটিংয়ের সময়। ম্যাচটির শুরুতে এদিন ব্যাটিং করে রাজস্থানকে ১৮৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো পাঞ্জাব। এরপর ব্যাটিং করতে নেমে ইংলিশ উইকেটরক্ষক ব্???াটসম্যান জস বাটলারের ব্যাটে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলো রাজস্থান।



কিন্তু ১৩ তম ওভারের পঞ্চম বলে বাটলারকে মানকড় আউটের মাধ্যমে সাজঘরে ফেরান অশ্বিন। মাত্র ৪৩ বলে ৬৯ রান করেন বাটলার। আর তাঁর ফেরার পরেই ছন্দপতন ঘটে রয়্যালসদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball