promotional_ad

স্মিথের ফেরার রাতে রাজস্থানের মুখোমুখি পাঞ্জাব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১ বছর পর ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর আইপিএলে ফেরার রাতে রাজস্থান রয়্যালস আতিথ্য দিবে ক্রিস গেইল-লোকেশ রাহুলদের কিংস ইলেভেন পাঞ্জাবকে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।


কাগজে কলমে দুই দল শক্তিশালী হলেও কিংস ইলেভেনের থেকে এই ম্যাচে এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালস। স্টিভ স্মিথ ফেরার পাশাপাশি বেন স্টোকস, জস বাটলার এবং জোফরা আর্চারদের মত বিদেশি ক্রিকেটার রয়েছেন রাজস্থান শিবিরে।


এছাড়া ব্যাটিং লাইনআপে সাঞ্জু স্যামসনের সঙ্গে থাকবেন অধিনায়ক আজিঙ্কা রাহানের মত অভিজ্ঞ ক্রিকেটার। তাই সব মিলিয়ে পাঞ্জাবের বিপক্ষে এগিয়ে থাকবে স্বাগতিকরাই।



promotional_ad

অন্যদিকে, ডেভিড মিলার এবং অ্যান্ড্রু টাইকে আন্তর্জাতিক সূচির কারণে এই ম্যাচে পাচ্ছেনা পাঞ্জাব। তারপরও লোকেশ রাহুল এবং ক্রিস গেইলের মত তারকা আছেন দলে।


এই দুই ওপেনার গেল আসরের মত এই আসরেও পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে ???িতে চাইবেন। তাঁদের ব্যাটের দিকেও চেয়ে থাকবে দলটি। এছাড়া নিকোলাস পুরান-মুজিব উর রহমানরা আছেন পাঞ্জাবের পক্ষে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়ার জন্য।


এই ম্যাচ দিয়েই আইপিএলে ৪০০০ রানের ক্লাবে প্রবেশ করতে পারেন ক্রিস গেইল। ১১১ ম্যাচে ৩৯৯৪ রান নিয়ে সোমবার মাঠে নামবেন গেইল। 


রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ট্রিপাঠি, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাট, ভরুন অ্যারন।



কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, নিকোলাস পুরান, মান্দিপ সিং, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), স্যাম কুরান, বরুন চক্রবর্তী, মোহাম্মাদ শামি, মুজিব উর রহমান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball