ওয়ার্নারের অভাব টের পেয়েছিলেন সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সানরাইজার্স হায়দ্রাবাদে ডেভিড ওয়ার্নারের গুরুত্ব অনেক। নিষেধাজ্ঞার কারণে গেল আইপিএলে খেলা হয় নি তাঁর। তাই তাঁর অভাব বেশ ভালো ভাবেই টের পেয়েছিল হায়দ্রাবাদ বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
এখন পর্যন্ত হায়দ্রাবাদের হয়ে প্রত্যেক আসরেই ৪০০'র উপর রান করেছেন ওয়ার্নার। গেল আসরে তিনি ছিলেন না তাই দলের ব্যাটিং অর্ডারেও দেখা দিয়েছিল বড় সমস্যা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা না উঠলেও এবারের আইপিএলে ফিরেছেন ওয়ার্নার। তাঁর ফিরে আসা পুরো দলকে চাঙ্গা রাখবে বলে জানান সাকিব। তাঁর ভাষায়,
'অবশ্যই এটা দারুণ ব্যাপার। ওয়ার্নারকে পাওয়াটা গোটা দলকে তাতিয়ে দেবে। গত বছর আমরা ওর অভাবটা টের পেয়েছিলাম।
'ওয়ার্নার দলের এক জন নেতা। হায়দরাবাদের জন্য ও যা করেছে, তা বলে শেষ করা যাবে না। ওয়ার্নারের ফিরে আসাটা দলের কাছে বড় প্রাপ্তি।'
সোমবার কলকাতার বিপক্ষে ফের আইপিএলে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।