জন্মদিনের সেরা উৎসব হবে দল জিতলেঃ সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ নিজের ৩২তম জন্মদিনে আইপিএলের ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন সানরাইজার্স হায়দ্রবাদের বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই ম্যাচের আগে সাকিব জানিয়েছেন আজ তাঁর দল জিততে পারলে তবেই জন্মদিনটিকে রাঙ্গিয়ে রাখতে পারবেন তিনি।

একাদশে থাকা না থাকার বিষয়টির থেকেও সাকিবর কাছে দলের জয় বেশি প্রাধান্য পাচ্ছে। আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকার তিনি জানিয়েছেন, 'আমি খেলি বা না খেলি, সেরা উৎসবটা হবে দল জিততে পারলে।'
গত আইপিএল আসরে ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে দুটি ম্যাচে জিতেছিলো সাকিবদের হায়দ্রাবাদ। এবারের আসরে আবারও সেই মাঠে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে তারা। তবে সাকিব জানিয়েছেন, ইডেনে খেলার কারণে নয়, বরং পরিকল্পনার সদ্ব্যবহার করার দরুন জয় এসেছিলো সেবার। তাঁর ভাষ্যমতে,
'ইডেনে খেলার সুবিধে নয়। জিতেছিলাম, কারণ ওদের বিরুদ্ধে আমরা ভাল খেলেছিলাম। আমরা একটা পরিকল্পনা করে কেকেআরের বিরুদ্ধে মাঠে নেমেছিলাম। এবং সেই পরিকল্পনাটা কাজে লাগাতে পেরেছিলাম। যার জন্য গত বছর প্লে-অফেও জিতে যাই।'
উল্লেখ্য ১৯৮৭ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে আজ হায়দ্রাবাদ হয় পেলে নিঃসন্দেহে তা সাকিবের জন্য সেরা উপহার হিসেবে বিবেচিত হবে।