ইডেনের দর্শকদের জন্য সাকিবের চাওয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জীবনের ৩২তম জন্মদিনে হায়দ্রাবাদ একাদশে সুযোগ পেলে ইডেন গার্ডেন্সে পারফর্মেন্স দিয়ে উৎযাপন করার পাশাপাশি দিনটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইডেনের দর্শকদের জন্য সাকিবের চাওয়া হায়দ্রাবাদ-কলকাতার ম্যাচটি যেন উত্তেজনাপূর্ণ হয়।
এক বছর আগে কলকাতা ছেড়ে হায়দ্রাবাদ দলে যোগ দেয়া সাকিব রবিবার ইডেন গার্ডেন্সে মাঠে নামবেন হায়দ্রাবাদের হয়ে। কলকাতার উইকেটের কথা বিবেচনা করার পাশাপাশি হায়দ্রাবাদের টিম কম্বিনেশন মোতাবেক সাকিবের হায়দ্রাবাদের একাদশে থাকা নিশ্চিত।

তাই জন্মদিনে ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, 'ইডেনের দর্শকদের জন্য চাইব, ম্যাচটা যেন উত্তেজনাপূর্ণ হয়।'
হায়দ্রাবাদের হয়ে এখন খেললেও কলকাতার জার্সিতে ছয় মৌসুম খেলেছেন সাকিব। ইডেনের দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছেন তিনি। পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মানুষের মন জয় করার কথাও জানালেন এই অলরাউন্ডার। তাঁর ভাষ্যমতে,
'কেকেআর, ইডেন! এই দুটো নাম বললে অনেক স্মৃতি ভিড় করে আসে। প্রথম মৌসুম থেকে যত দিন ছিলাম, সব কটাই আমার কাছে স্মরণীয়। চ্যাম্পিয়ন হয়েছি, মানুষের মন জয় করেছি। আরও একটা ব্যাপার ছিল।
'ঢাকা আর কলকাতা— খুব কাছাকাছি বলে আমার বন্ধুবান্ধব, পরিবার, সবাই ম্যাচ দেখতে আসত। কলকাতার মানুষ, ইডেনের দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। যা কোনও দিন ভুলব না।'