বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি আইপিএলঃ সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলমান আসরটিকে আসন্ন বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে বিবেচিত করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এই ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য সবথেকে সেরা টুর্নামেন্ট আইপিএল।

তার ওপরে আইপিএলে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন বিশ্বকাপে বিধায় বাড়তি সুবিধা পাবেন সাকিব। হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামার আগে সাক্ষাৎকারে এই অলরাউন্ডার আইপিএলে খেলা প্রসঙ্গে বলেছেন,
'এখানে (আইপিএলে) আমি যাদের সঙ্গে খেলবো, বিশ্বকাপেও তাঁদের সবার দলের সঙ্গেই খেলা থাকবে আমাদের। এটা একটা বড় সুবিধা। কারণ দেশে থাকলে হয়তো বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রিমিয়ার লীগই খেলতাম। এছাড়া তো আর কোনও খেলা ছিলো না। আইপিএলে যে ধরণের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, এর চেয়ে ভালো প্রস্তুতি আর কি হতে পারে!'
বিশ্বকাপের আগে অবশ্য আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজটি নিয়ে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। তবে সাকিবের শঙ্কা বৃষ্টি কারণে ভেস্তে যেতে পারে সিরিজটির বেশ কয়েকটি ম্যাচ। সাকিবের ভাষায়,
'আমার ধারণা ওখানে ওই সময়ে বৃষ্টি হবে। খেলা ঠিকভাবে না হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি ম্যাচগুলো পুরো হয় তাহলে তো খুবই ভালো। তখন এই সিরিজ আমাদের প্রস্তুতির জন্য ভালো হবে।'