নিজেকে বদলাচ্ছেন সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটে নিজেকে আরও বেশি পরিণত করার জন্য বোলিংয়ে পরিবর্তন আনতে চাইছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই কারণে বৈচিত্র আনার চেষ্টা করছেন নিজের বোলিংয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামার আগের দিন কলকাতার আনন্দবাজার পত্রিকাকে এই ব্যাপারে জানিয়েছেন তিনি।
খেলাটিতে টিকে থাকতে হলে প্রতিনিয়তই বিশেষ কিছু করতে হবে ক্রিকেটারদের, বিশ্বাস সাকিবের। আর সেই কারণেই বোলিং নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে জোর দিচ্ছেন বাঁ হাতি এই স্পিনার। হায়দ্রাবাদের সাকিব সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেছেন,

'বিশেষ কিছু তো করতেই হবে। না হলে টিকে থাকা যাবে না। সেই লক্ষ্য সামনে রেখে ট্রেনিং করছি। বোলিংয়ে বৈচিত্র আনার চেষ্টা করছি। নতুন, নতুন জিনিস পরীক্ষা করছি। ওই যে বললাম, ক্রিকেট এখন প্রত্যেক দিন বদলে যাচ্ছে। যার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকেও নতুন কিছু আমদানি করতে হবে।'
একজন ফিঙ্গার স্পিনার হিসেবেই দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলে আসছেন সাকিব। তবে সাম্প্রতিক সময়ে যে ধরণের উইকেটে খেলা হয় সেখানে রিস্ট স্পিনারদের সাফল্যের পারদ কিছুটা বেশি। আর সেই কারণে তাঁদের চাহিদাও বেশি থাকে প্রতিটি দলে, মতামত সাকিবের। তাঁর ভাষ্যমতে,
'ক্রিকেট এখন প্রত্যেক দিন বদলে যাচ্ছে। এখন যে ধরনের পিচে সীমিত ওভারের ক্রিকেট হয়, সেখানে রিস্ট স্পিনাররাই বেশি সাহায্য পায়। তাই দেখবেন, প্রতিটা দলই অন্তত এক জন রিস্ট স্পিনার রাখার চেষ্টা করে।'