অধিনায়ক না হয়েও নেতা ওয়ার্নার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন। আর অধিনায়কের সিদ্ধান্তকে পূর্ণতা দিতে তৈরি হওয়া লিডারশিপ গ্রুপ বা নেতাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দলটির সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার
সানরাইজার্স হায়দ্রাবাদকে বলিষ্ঠ নেতৃত্বে শিরোপা জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু বল টেম্পারিং কেলেঙ্কারিতে পড়ে যাওয়ায় গত আসরে আইপিএলেই খেলা হয়নি ওয়ার্নারের।

সেই আসরে দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। ধ্রুপদি অধিনায়কত্বে দলকে ফাইনালেও খেলিয়েছেন উইলিয়ামসন। এবার তাই সেই ধারাবাহিকতায় হায়দ্রাবাদের নেতৃত্ব পেয়েছেন তিনি। এই বিষয়ে শনিবার কথা বলেছেন হায়দ্রাবাদের কোচ টম মুডি।
'উইলিয়ামসন বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করছে। সে গতবার আমাদের হয়ে দারুণ অধিনায়কত্ব করেছে। আমরা শুধু সেই ধারাবাহিকতা রক্ষা করছি।
'নেতৃত্ব ভিন্ন ভিন্ন ধরণের আসতে পারে। ডেভ অবশ্যই নেতৃত্ব দিতে পারে। আমাদের নেতাদের দলে সে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
রবিবার দিন এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলবে হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে মাঠে নামবে সাকিব আল হাসানরা।