হায়দ্রাবাদ অনুশীলনে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিনে দলের সঙ্গে মাঠে নামতে দেখা গিয়েছে সাকিবকে।
লম্বা সময়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ছাড়াও ফিটনেস অনুশীলন করতে দেখা গিয়েছে টম মুডি বাহিনীকে। ম্যাচের বিভিন্ন অবস্থা বিবেচনা করে খেলেছে হায়দ্রাবাদের ক্রিকেটাররা।

অনুশীলন পর্ব শেষে দলের কোচ টম মুডি জানান, গত আসরে হায়দ্রাবাদের খেলার ধরণে বিশেষ পরিবর্তন আনতে নারাজ দলের কোচিং স্টাফরা।
'আমরা অনুশীলনে বিভিন্ন কৌশল প্রয়োগ করেছি। বিভিন্ন ওভারে আমরা কিভাবে খেলব সেটা নিয়ে পরীক্ষা চালিয়েছি। আমাদের মনে হয়েছে গত বছর থেকে এই বছরে খুব বেশি পরিবর্তন হবে না আমাদের খেলায়।'
আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল আসরে যাত্রা শুরু করবে গত আসরের রানারআপ সানরাইজার্স হায়দ্রাবাদ।