আইপিএল ১২ এর পুরষ্কার তালিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাচ্ছে ১৫ কোটি রুপি। যেখানে রানার্স আপ দলের জন্য ধার্য করা হয়েছে ১০ কোটি রুপি এবং প্লে অফে খেলা বাকি দুই দল পাবে ৫ কোটি রুপি।
এখানেই শেষ নয়, প্লে অফ রাউন্ডের প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ রুপি অর্থ পুরষ্কার। আর লীগ পর্যায়ে এই অর্থের পরিমাণ ১ লাখ রুপি। প্রতি ম্যাচের সেরা ক্যাচ এবং সর্বোচ্চ ছয় হাঁকানোর পুরষ্কারও থাকছে টুর্নামেন্টে।
প্রতি ম্যাচে সেরা ক্যাচ লুফে নেয়া ফিল্ডার এবং বেশি ছয়ের মালিক ব্যাটসম্যানও পাবেন ১ লাখ করে রুপি। পুরো টুর্নামেন্টে সবথেকে সেরা ক্যাচ লুফে নেয়া ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি। অপরদিকে আসরের সর্বোচ্চ ছয় হাঁকানো ক্রিকেটারকেও দেয়া হবে সমপরিমাণ অর্থ।
টুর্নামেন্টের সেরা স্টাইলিশ ক্রিকেটারের জন্যও থাকছে ১০ লাখ রুপি অর্থ পুরষ্কার। একই সাথে সেরা শট খেলা ব্যাটসম্যান এবং উদীয়মান ক্রিকেটার পাচ্ছেন ১০ লাখ রুপি। পাশাপাশি আসরে সবথেকে বেশি পয়েন্ট অর্জন করার ক্রিকেটারকেও দেয়া হবে সমান অর্থ পুরষ্কার।
আইপিএল ১২ এর পুরষ্কার তালিকাঃ
১। চ্যাম্পিয়ন- ১৫ কোটি রুপি

২। রানার্স আপ- ১০ কোটি রুপি
৩। প্লে অফে খেলা দুই দল- ৫ কোটি রুপি
৪। লীগ পর্যায়ের ম্যাচসেরা ক্রিকেটার- ১ লাখ রুপি
৫। প্লে অফ ম্যাচের সেরা- ৫ লাখ রুপি
৬। প্রতি ম্যাচের সেরা ক্যাচ- ১ লাখ রুপি
৭। প্রতি ম্যাচে সর্বোচ্চ ছক্কা- ১ লাখ রুপি
৮। মৌসুমের সেরা ক্যাচ- ১০ লাখ রুপি
৯। মৌসুমে সর্বোচ্চ ছক্কা- ১০ লাখ রুপি
১০। দ্রুততম ফিফটি- ১০ লাখ রুপি
১১। সেরা স্টাইলিশ ক্রিকেটার- ১০ লাখ রুপি
১২। সেরা শট খেলা ব্যাটসম্যান- ১০ লাখ রুপি
১৩। উদীয়মান খেলোয়াড়- ১০ লাখ রুপি
১৪। সবচেয়ে দামী খেলোয়াড় (পয়েন্টের ভিত্তিতে)- ১০ লাখ রুপি