আবাহনী-মোহামেডান ম্যাচে ফিরছেন লিটন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে প্রায় সপ্তাহ খানেক বিশ্রামে থাকার পর চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) ২৫ তারিখ থেকে অংশ নিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।
২০১৬ এবং ২০১৭ সালের ডিপিএলে আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটার এবার দল পাল্টে খেলবেন মোহামেডানের হয়ে। নিজের সাবেক দল আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ দিয়েই মোহামেডানের জার্সিতে ডিপিএল মিশন শুরু করবেন লিটন।

তাঁর মোহামেডানে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান লিমিটেডের কর্মকর্তা ওয়াসিম খান। ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নিয়মিত পারফর্মার লিটন। তাই আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটনকে দলে পেয়ে একটু বাড়তি আত্মবিশ্বাস কাজ করবে দলটির।
২০১৬ সালের ডিপিএলে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচে ২৮.৮৫ গড়ে ৪০৪ রান করেছিলেন লিটন। এরপরের বছর ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনি।
সেবার আবাহনীর হয়ে ১৪ ম্যাচে ৫৩.৭১ গড়ে ৭৫২ রান করেছিলেন এই উইকেট রক্ষক। যেখানে ৫টি ফিফটির পাশাপাশি ছিল ২টি শতক। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলার সুযোগ পান তিনি।
গেল আসরে ১০ ম্যাচ খেললেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন তিনি। ৫৯.৬৬ গড়ে ৫৩৭ রান করেছিলেন লিটন, যেখানে ৩টি ফিফটি এবং ১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই উইকেটরক্ষক।