বাংলাদেশের বিপক্ষে খেলবেন না উইন্ডিজ তারকারা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের এবং আয়ারল্যান্ডের বিপক্ষে উইন্ডিজদের হয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবেন না তারকা ক্রিকেটার ক্রিস গেইল, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কারণে এই সিরিজে খেলা হচ্ছে না তাঁদের।
মার্চ মাসের ৫ তারিখ থেকে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর আইপিএলের প্লে-অফ পর্বের খেলা শুরু হবে ৭ তারিখ থেকে। যে কারণে তারকা ক্রিকেটারদের ত্রিদেশীয় সিরিজে পাচ্ছে না ক্যারিবিয়ানরা।

এবারের আইপিএলে সর্বমোট ৭ জন উইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটার অংশ নিচ্ছেন। এরা হলেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, ওশান থমাস এবং এভিন লুইস।
মূলত ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালাই করে নিতে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ এবং উইন্ডিজরা। ৫ তারিখ থেকে শুরু হওয়া সিরিজটি শেষ হবে ১৭ই মে।
সিরিজের সবকয়টি ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এই সিরিজ শেষেই সরাসরি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ এবং উইন্ডিজ।
আগামী মাসের ২৩ তারিখের মধ্যে বিশ্বকাপের জন্য বিশ্বকাপের জন্য ঘোষণা করতে হবে সব দলকেই। বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড নিয়েই আয়ারল্যান্ডে খেলতে যাবে মাশরাফি বিন মর্তুজার দল।