promotional_ad

সাত ক্রিকেটারের বিশ্বকাপে ফেরার মঞ্চ আইপিএল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ৩০শে মে পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। বিশ্বকাপে নিজ দলের স্কোয়াডে জায়গা করে নিতে অনেক ক্রিকেটারই যেখানে সুযোগ পাচ্ছেন নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছেন।


শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। সেখানেও পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার লড়াই করবেন নামিদামি অনেক ক্রিকেটার। 


আইসিসির ওয়েবসাইটের এক প্রতিবেদনে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যাদের আইপিএল পারফর্মেন্স বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে অনেক প্রভাব রাখবে। দেখে নেয়া যাক এই তালিকায় কারা আছেনঃ


লোকেশ রাহুল-শিখর ধাওয়ানঃ দুজনেরই পরিচয় ভারতীয় ওপেনার। শিখর ধাওয়ান অবশ্য বিশ্ব আসরে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকেন। তবে তাঁর সাম্প্রতিক পারফর্মেন্সটা মোটেই ভালো যাচ্ছে না।


যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ক্যারিয়ার সেরা ১৪৩ রানের ইনিংস খেলেছেন। সীমিত ওভারের দুই ফরম্যাট মিলিয়ে গত ১২ ইনিংসে এটাই তাঁর একমাত্র পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এদিকে লোকেশ রাহুলের ২০১৯ সালের শুরুটা কেটেছে নিষেধাজ্ঞা ও বেঞ্চে বসে থেকে। 


অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই তিনি দারুণ এক অর্ধশতক হাঁকিয়েছেন। তাই আইপিএলে ভালো খেলে দুই ক্রিকেটারেরই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে।



promotional_ad

ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথঃ দীর্ঘ ১ বছর ধরে জাতীয় দলের বাইরে ওয়ার্নার ও স্মিথ। বিশ্বকাপের আগে জাতীয় দলের তাদের ফেরাও প্রায় অসম্ভব। ফলে বিশ্বকাপের স্কোয়াডে তাদের জায়গা করে নিতে বড় ভূমিকা রাখবে আইপিএলের আসর।


স্মিথ ও ওয়ার্নারের অবর্তমানে নিজেদের সেরা খেলাটাই খেলছেন অন্য অজি ব্যাটসম্যানরা। সদ্যই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া দল। ফলে অজি দলে জায়গা পাওয়া কঠিন হয়ে গেছে এই দুই তারকা ক্রিকেটারের জন্য।


ডেভিড ওয়ার্নার এবার আইপিএল খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আর স্মিথ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।


আন্দ্রে রাসেলঃ ২০১৪ সাল থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রাসেল। ইতিমধ্যে তিনি দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। তিনি নিজেও তাঁর টি-টুয়েন্টি ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন দলটির হয়ে।


তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে মেলে ধরতে পারেননি রাসেল। বিশেষ করে ওয়ানডেতে। ২০১১ বিশ্বকাপে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। ইনজুরি ও ২০১৭ সালে তাঁর ১ বছরের নিষেধাজ্ঞা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে সফল হতে দেয়নি।


২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিনি সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন। গত ৩ বছরে এটাই তাঁর একমাত্র ওয়ানডে ম্যাচ। তাই বিশ্বকাপ দলে জায়গা করে নিতে আইপিএলে নিজেকে আবারও চেনাতে হবে রাসেলকে।


ডেভিড মিলারঃ অনেকদিন থেকেই নিজের সেরা ফর্মে নেই প্রোটিয়া হার্ডহিটার ডেভিড মিলার। নিজেকে তিনি হারিয়ে খুঁজছেন। ২০১৯ সালে ৬ ওয়ানডে ম্যাচে মাত্র ১৪২ রান করেছেন তিনি।



স্ট্রাইকরেট মাত্র ৮৮.৭৫। যা তাঁর নামের সাথে একেবারেই যায়না। এবারের আইপিএলে নিজের সেরা ফর্মে ফিরতে চাইবেন মিলার। সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পাঁকা করতে চাইবেন তিনি। 


ডেভড উইলিঃ ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন প্রোটিয়া তারকা পেসার লুঙ্গি এনগিদি। ফলে চেন্নাই সুপার কিংসের তুরুপের তাস হতে চলেছেন ইংলিশ পেস ম্যান ডেভিড উইলি।


আইপিএলের গত আসরেই অভিষেক হয়েছে তাঁর। খেলেছেন চেন্নাইয়ের হয়েই। ৩ ম্যাচ খেলে নিয়েছিলেন ২ উইকেট। তবে তাঁর রান আটকে রাখার ক্ষমতার কারণে দলটি এবারের আসরের আগে তাকে রিটেইন করে।


উইলি ইংল্যান্ডের হয়ে ৪২টি ওয়ানডে ম্যাচ ও ২৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে নিয়েছেন ৮২ আন্তর্জাতিক উইকেট। আইপিএলই হতে পারে এই পেসারের বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার রাস্তা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball