টানা হার এড়াতে পারবে খেলাঘর?

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের খেলায় শনিবার মুখোমুখি হচ্ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে দুই দল মুখোমুখি হবে সকাল নয়টায়। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থানে সস্তিতে থাকতেই পারে প্রাইম দোলেশ্বর।

চলতি আসরে চারটি ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে তাঁরা। অপরদিকে সস্তিতে নেই মাহিদুল ইসলাম অঙ্কনের তারুণ্যনির্ভর দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
চারটি ম্যাচে একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে আছে তাঁরা। এছাড়া আরেকটি কারণে হতাশ হতেই পারে খেলাঘর।
দোলেশ্বরের বিপক্ষে শেষ তিনবারের দেখায় তিনবারই হেরেছে তাঁরা। এই ম্যাচে তাই একটু পিছিয়ে থেকেই মাঠে নামবে তাঁরা।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।