promotional_ad

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনক্ষণ জানালো নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিশ্বকাপের তিন সপ্তাহ আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে নিউজিল্যান্ড। কিউইদের হাই পারফর্মেন্স জেনারেল ম্যানেজার ব্রায়ান স্ট্রোন্যাচ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই বিষয়টি। 


সেক্ষেত্রে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করেনি তারা। চূড়ান্ত দল নির্বাচন প্রসঙ্গে স্ট্রোন্যাচ জানিয়েছেন এরই মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে তাদের। তিনি বলেন,



promotional_ad

'আমরা চূড়ান্ত স্কোয়াড নির্বাচন নিয়ে কাজ করছি। আমাদের এখনও কিছু আলোচনা করতে হবে দল নির্বাচনের ব্যাপারে। এখন পর্যন্ত আলোচনা অনেকটাই এগিয়েছে।'


একই সাথে কলিন মুনরোকে বিবেচনায় আনা হতে পারে স্কোয়াডটিতে। এছাড়াও বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে লড়াই করতে হতে পারে দুই স্পিনার টড অ্যাস্টেল এবং ইশ সোধিকে।


নিউজিল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে সেটি কিউই বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের কাছে পাঠানো হবে। 



অবশ্য ১৫ সদস্যের দলটির মধ্যে ১২ জন ক্রিকেটারের অন্তর্ভুক্তি অনেকটা নিশ্চিত আগে থেকেই। বাকিদের মধ্যে টিম সেইফার্টকে রাখা হতে পারে উইকেটরক্ষক হিসেবে। 


উল্লেখ্য বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২৩শে এপ্রিলের মধ্যে প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার নির্দেশ দিয়েছে।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball