নতুন টি-টুয়েন্টি লীগের নাম ঘোষণা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপিয়ান টি-টুয়েন্টি লিগের আনুষ্ঠানিক নাম প্রকাশ করা হয়েছে। ইউরোপের তিনটি দেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস মিলে আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছেন 'ইউরো টি২০ স্ল্যাম'।
বিশ্বব্যাপী একটি পরিচিতি আনার জন্য নির্দিষ্ট নাম দেয়া হয়েছে টুর্নামেন্টটির। নাম ঘোষণার দিন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন,

'নিছক নাম প্রতিষ্ঠার জন্য নাম দেয়া নয়, টুর্নামেন্টটির একটি পরিচিতি দেয়া এর প্রধান লক্ষ্য যেটা বিশ্বের অন্যান্য ঘরোয়া লিগের সাথে সংযুক্ত থাকবে। যদিও এখন পর্যন্ত এটি স্বতন্ত্র একটি ব্র্যান্ড হিসেবে গড়ে প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষায় আছে।'
ছয়টি দলের অংশ গ্রহণে আয়োজিত হবে টুর্নামেন্টটি, যেখানে প্রতিটি স্বাগতিক দেশের দুটি করে দল থাকবে। মোট ৩৩টি ম্যাচ খেলা হবে ইউরো টি২০ স্ল্যামে।
দলগুলোর স্কোয়াড সাজানোর নিয়মও ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্জাইজিকে কমপক্ষে নয়জন ঘরোয়া ক্রিকেটার স্কোয়াডে রাখতে হবে। সাতজন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে রাখতে পারবে ফ্র্যাঞ্জাইজিগুলো।
তবে একাদশে ছয়জন স্থানীয় ক্রিকেটারকে খেলাতে হবে। আগস্টের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।