ওয়ার্নার খেলবেন উইলিয়ামসনের অধীনে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দিবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের কোচ টম মুডি বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল আইপিএলে হায়দ্রাবাদকে নেতৃত্ব দেয়ার কথা ছিল নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। কিন্তু বল টেম্পারিংয়ের কারণে ক্রিকেট থেকে ১বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় তাঁর পরিবর্তে উইলিয়ামসনকে দায়িত্ব তুলে দেয় হায়দ্র???বাদ কর্তৃপক্ষ।

উইলিয়ামসনের নেতৃত্বে গেল আইপিএলের ফাইনাল খেলেছিল হায়দ্রাবাদ। শিরোপা না জেতাতে পারলেও ব্যাট হাতে দারুণ খেলার পাশাপাশি অধিনায়কত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। মুডি জানান,
'আন্তর্জাতিক ক্রিকেট মহলে কেনকে সবাই সম্মান করে। গত বার দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে। সানরাইজার্সের হয়ে ওয়ার্নার যা অর্জন করেছে, তাতে আমরা গর্বিত।
'ওয়ার্নার আমাদের প্রিমিয়ার ব্যাটসম্যান। আমার বিশ্বাস সানরাইজার্সের হয়ে অতীতের মতোই অবদান রাখবে ওয়ার্নার।'
উইলিয়ামসনের ডেপুটি হিসেবে ভুবনেশ্বর কুমারকে বেঁছে নিয়েছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। চলতি মাসের ২৪ তারিখ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।