আইপিএলে সাকিবদের ম্যাচের সূচি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসর। এই টুর্নামেন্টে সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। 


টুর্নামেন্টের দ্বিতীয় দিনই কলকাতার ঘরের মাঠে দলটির মুখোমুখি হবে হায়দ্রাবাদ। এরপর প্রথম দুই সপ্তাহের প্রকাশিত সূচি অনুসারে ২৯শে মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবদের দল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দ্রাবাদের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।  


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে আগামী ৩১শে মার্চ তৃতীয় ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স। হায়দ্রাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর আগামী মাসের ৪ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে সাকিবদের দল। দিল্লির মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


promotional_ad

উল্লেখ্য এবারের আইপিএলে দ্বিতীয়বারের মতো হায়দ্রাবাদের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব। গত বছর কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দেয়ার পর হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে ভিড়িয়েছিলো।  


আইপিএলে সাকিবদের ম্যাচের সুচিঃ (প্রথম দুই সপ্তাহ) 


১। কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ- ২৪ মার্চ- বিকাল ৪:৩০।


২। সানরাইজার্স বনাম রাজস্থান রয়্যালস- ২৯ মার্চ- রাত ৮:৩০।


৩। সানরাইজার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩১ মার্চ-রাত ৪:৩০।


৪। দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স- ৪ এপ্রিল- রাত ৮:৩০।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball