promotional_ad

আইপিএলেই কিংবদন্তী ওয়ার্নকে ছাড়াবেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে আর মাত্র একটি উইকেট পেলেই কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নকে টপকে যাবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 


২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে ৫৫ ম্যাচে মোট ৫৭ উইকেট শিকার করেছিলেন ওয়ার্ন। কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা সাকিব ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়ার্নের সমান সংখ্যক উইকেট পেয়েছেন। 



promotional_ad

তবে অজি স্পিন তারকার থেকে বেশি ম্যাচ খেলেছেন (৬০) তিনি বিধায় রয়েছেন তাঁর পরের স্থানটিতে। ইকোনমি রেট এবং বোলিং গড়ের দিক থেকেও ওয়ার্নের থেকে কিছুটা পিছিয়ে আছেন সাকিব। অস্ট্রেলিয়ান কিংবদন্তীর ইকোনমি রেট ছিলো ৭.২৭ এবং গড় ২৫.৩৮। অপরদিকে টাইগার অলরাউন্ডারের ইকোনমি ৭.৩৯ এবং বোলিং গড় ২৭.৩১। 
 
আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে অবশ্য আছেন লঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ১৫৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৬.৮৬ ইকোনমি এবং ১৯.০১ গড়ে ১৫৪ উইকেট শিকার করেছেন এই লঙ্কান। 


মালিঙ্গার পর দ্বিতীয় এবং তৃতীয় স্থানটিতে রয়েছেন অমিত মিশরা এবং পিয়ুস চাওলা। ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৩৬টি আইপিএলের ম্যাচ খেলেছেন দ্বিতীয়তে থাকা লেগ ব্রেক বোলার মিশরা। যেখানে ৭.৩৯ ইকোনমি রেট ও ২৪.১৪ গড়ে শিকার করেছেন ১৪৬টি উইকেট।


কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে চাওলা খেলেছেন ১৪৪টি ম্যাচ। ৭.৭১ এবং ২৬.২৩ গড়ে তৃতীয়তে থাকা এই স্পিনার শিকার করেছেন ১৪০টি উইকেট। শীর্ষ পাঁচের বাকি দুই স্থান দখলে রেখেছেন ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো ও ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। 



২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন চতুর্থ থেকে ব্রাভো। মোট ১২২ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন এই ক্যারিবিয়ান। তাঁর ইকোনমি রেট ৮.৪৩ ও গড় ২৪.১৭।


পঞ্চম স্থানে থাকা হরভজন আইপিএলে খেলেছেন চেন্নাই এবং মুম্বাইয়ের হয়ে। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলা এই ভারতীয় স্পিনার শিকার করেছেন ১৪৯ ম্যাচে ১৩৪টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট ও বোলিংয়ের গড় যথাক্রমে ৭.০৫ ও ২৭.২৭। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball