ইনজুরিতে আইপিএল শেষ কলকাতার তিন বোলারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসর শুরুর আগেই ক্রিকেটারদের ইনজুরি নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দলের তিন পেসার শিভাম মাভি, কামলেশ নাগারকোটি এবং দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টজে।
ইতিমধ্যে দুই ভারতীয় পেসার শিভাম মাভি এবং কামলেশ নাগারকোটির বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স শিবির। এরা হলেন সন্দিপ ওয়ারিয়র এবং কেসি কারিয়াপ্পা।

এর আগে রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন সন্দিপ ওয়ারিয়র। আর কিংস ইলেভেন এবং কলকাতার হয়ে আগে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে কারিয়াপ্পার।
এই দুইজনের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করলেও এখনও এনরিচ নর্টজের বদলি হিসেবে কে কলকাতায় যোগ দিচ্ছেন তা এখনও নিশ্চিত করেনি নাইট রাইডার্স কর্তৃপক্ষ। এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার।
মূলত কাঁধের ইনজুরিতে পড়েছেন এই ডানহাতি পেসার। যেকারণে ৬ সপ্তাহের মত মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মাসের ২৩ তারিখ পর্দা উঠবে আইপিএলের ১২তম আসরের। পরের দিন গেল আসরের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা।