promotional_ad

আততায়ীর গুলিতে নিহত সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাবেক উইন্ডিজ পেসার উইলিয়াম হেকে গত সোমবার (১৮ই মার্চ) নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিন এক আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত খুনিকে সনাক্ত করা যায়নি। 


তবে শুধু উইলিয়ামকে খুন করেই ক্ষান্ত হয়নি সেই আততায়ী। এরপর তাঁর বাসভবনেও আগুন লাগিয়ে দিয়েছিলো সে। পুলিশ তাঁর রক্তাক্ত মরদেহ খুঁজে পেয়েছে পুড়িয়ে দেয়া বাড়িটির একটি কক্ষে। তাঁর শরীরে গুলির ক্ষত ছাড়াও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।  



promotional_ad

উইন্ডিজ এই ক্রিকেটারের নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছে জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ)। এক বিবৃতিতে জেসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা কোর্টনি ফ্রান্সিস সকলকে আহ্বান জানিয়েছেন পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে। তিনি বলেছেন, 


'এটি অত্যন্ত বেদনাদায়ক খবর। আমাদের সকল প্রার্থনা থাকবে তাঁর পরিবার, বন্ধু এবং আত্মীয়দের জন্য। তাঁর মৃত্যুকে ঘিরে যে পরিস্থিতির বর্ণনা মিডিয়াতে রিপোর্ট করা হয়েছে তা দুর্ভাগ্যজনক। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে।'


উল্লেখ্য আততায়ীর গুলিতে নিহত উইলিয়াম হে জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন ১৯৭০ এবং ১৯৮০ সালের দিকে। ৭টি প্রথম শ্রেণীর ম্যাচে মোট ৬টি উইকেট শিকার করেছলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে সর্বোমোট ১৯৮ রান সংগ্রহ করেছিলেন এই ক্যারিবিয়ান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball