promotional_ad

সেরা দশে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবথেকে বেশি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত করার দিক থেকে সেরা দশ স্টেডিয়ামের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। ২০০৬ সাল থেকে এই ভেন্যুতে এখন পর্যন্ত মোট ১০৮টি ওয়ানডে ম্যাচ সম্পন্ন হয়েছে।


তবে সবথেকে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করার বিশ্বরেকর্ডটি দখলে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি। ১৯৮৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ভেন্যুতে। চলতি মাসের ২২ তারিখে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি এই ঐতিহাসিক মাঠেই অনুষ্ঠিত হবে।



promotional_ad

এদিকে তালিকার দ্বিতীয় এবং তৃতীয়তে আছে অস্ট্রেলিয়ার দুটি স্টেডিয়াম। ১৫৬টি ম্যাচ আয়োজন করার মাধ্যমে দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৭৯ সাল থেকে এই স্টেডিয়ামটিতে ওয়ানডে অনুষ্ঠিত হয়ে আসছে।


১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত ১৪৯টি ওয়ানডে আয়োজন করার রেকর্ড আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের। তালিকার তৃতীয়তে অবস্থান এই স্টেডিয়ামটির। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠটি রয়েছে চতুর্থতে। ১৯৯২ থেকে মোট ১৪৭টি ওয়ানডে আয়োজন করেছে স্টেডিয়ামটি।


অপরদিকে শ্রীলঙ্কার প্রেমাদাসা রয়েছে এর পরের স্থানে অর্থাৎ পঞ্চমে। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।  সেরা দশের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে আছে যথাক্রমে অ্যাডিলেড ওভাল (৮৪ ম্যাচ), ওয়াকা ক্রিকেট গ্রাউন্ড (৮০ ম্যাচ), কুইন্স স্পোর্টস ক্লাব (৮০ ম্যাচ) এবং ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড (৭৮ ম্যাচ)।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball