আকাশের হায়দ্রাবাদ একাদশে নেই সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের সেরা একাদশ নির্বাচন করেছেন ভারতের সাবেক ওপেনার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর ঘোষিত সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের।
গেল মৌসুমে হায়দ্রাবাদের নিয়মিত সদস্য ছিলেন সাকিব। দলের হয়ে প্রত্যেক ম্যাচেই খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

তারপরও সাকিবকে এবারের মৌসুমের জন্য একাদশে রাখেননি এই ভারতীয়। একাদশ ঘোষণা করার সময় আকাশ জানিয়েছেন,
'হায়দ্রাবাদের বোলিং অসাধারণ। রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, বিলি স্ট্যানলেক, সন্দীপ শর্মা সকলেই ভালো বোলিং করে থাকে। তারা এমন বোলিং লাইনআপ যে তারা ১৪০ রান ও ডিফেন্ড করে ফেলতে পারবে !'
আকাশের একাদশে চার বিদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, রশিদ খান। ওপেনার এবং অধিনায়কের দায়িত্বে থাকবেন ওয়ার্নার। উইকেটরক্ষক হিসেবে আছেন ইংল্যান্ডের বেয়ারস্টো।
নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনকে তিন নম্বরে রেখেছেন তিনি। আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে রেখেছেন স্পিনার হিসেবে।
আকাশের হায়দ্রাবাদের একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শংকর, মনীষ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজপুর নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ।