অধিনায়ক কোহলিকে গম্ভীরের খোঁচা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভিরাট কোহলিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) একজন ভাগ্যবান অধিনায়ক হিসেবে উল্লেখ করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।
২০১২ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করলেও এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পাননি কোহলি। কিন্তু এরপরেও তাঁর ওপর আস্থা রেখে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই কারণে কটাক্ষ করে গম্ভীর বলেছেন,

'সে (কোহলি) অনেক ভাগ্যবান এবং ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ দেয়া উচিৎ তাঁর ওপর ভরসা রাখার জন্য। এমন খুব বেশি অধিনায়ক নেই যারা শিরোপা না জিতেও অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছে।'
এখন পর্যন্ত কোহলির নেতৃত্বে আরসিবি ম্যাচ জিতেছে ৪৪টি এবং পরাজিত হয়েছে ৪৭টিতে। আইপিএলে তাঁর অধীনে দুটি আসরে প্লে অফে জায়গা করতে পেরেছে দলটি। কোহলির সমালোচনা করে তাই গম্ভীর জানিয়েছেন কোহলিকে বিচক্ষণ হিসেবে মানতে একেবারেই নারাজ তিনি,
'আমি তাঁকে বিচক্ষণ অধিনায়ক হিসেবে দেখছি না। এমনকি আমি তাঁকে কৌসুলি অধিনায়ক হিসেবেও মানছি না। সে এখনও আইপিএল জিততে পারেনি। তাঁর রেকর্ডই শুধু ভালো। আমি মনে করি তাঁর এখনও অনেক পথ যাওয়ার বাকি,' বলেছেন গম্ভীর।
এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার উদাহরণ টেনেছেন গম্ভীর। নিজ নিজ দলের হয়ে একাধিকবার শিরোপা জেতার রেকর্ড আছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। কোহলিকে তাঁদের সমতুল্য কখনোই মনে করেন না কেকেআরের সাবেক এই ক্রিকেটার। গম্ভীরের ভাষায়,
'এমন অনেকে আছে যারা তিনবার ট্রফি জিতেছে। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা আছে। আপনি তাঁকে রোহিত কিংবা ধোনির সাথে তুলনা করতে পারেন না এই মুহূর্তে কারণ সে আরসিবির একজন সদস্য এবং আরসিবিকে গত সাত-আট বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে।'