মমিনুলের অর্ধশতক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অব রূপগঞ্জঃ ১১১/২, ১৭ ওভারে
(মমিনুল হক ৫০*, শাহরিয়ার নাফিস ২১*; শফিউল ইসলাম ০/৮, সোহাগ গাজী ০/১০)

মোহামেডানঃ ২৯৫/৭, ওভারঃ ৫০
(আব্দুল মজিদ ১০৭, নাদিফ চৌধুরী ৬৪ ; মোহাম্মদ শহিদ ৩/৩২, রিশি ধাওয়ান ১/৪৮)
মমিনুলের অর্ধশতকঃ মিরপুরে মাঠে নেমেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। কাভার ড্রাইভ, পুল, সোজা ব্যাটে খেলে ৪৮ বলে ৫০ রান সংগ্রহ করেছেন তিনি। পাঁচ চার এবং দুই ছয়ে সাজানো তাঁর ইনিংসটি।
তাঁর সাথে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। তিনি ব্যাটিং করছেন ২১ রানে। এর আগে দারুণ খেলতে থাকা মোহাম্মদ নাইম ২৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেছেন রানআউট হয়ে।
ব্যাটিং করছেন মমিনুলঃ নিউজিল্যান্ড থেকে ফিরে রূপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। মোহামেডানের দেয়া ২৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যাটিং করছে রূপগঞ্জ। ইতিমধ্যে রানআউটে মাত্র তিন রান তুলতেই ফিরে গিয়েছেন ওপেনার আজমির আহমেদ। তিনে নেমে ব্যাটিং করছেন মমিনুল।