বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে প্রভাবক আইপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনের ক্ষেত্রে আসন্ন আইপিএলকে বড় প্রভাবক হিসেবে দেখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁর মতে ভারতীয় দলের চার নম্বর পজিশনে এখনও যোগ্য ব্যাটসম্যানের অভাব রয়েছে।
আর সেই কারণেই আইপিএল হতে পারে ক্রিকেটারদের প্রমাণ করা বড় সুযোগ। আগামী ২০শে এপ্রিলের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিসিআই। ভারতীয় বোর্ডের সেই কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন,

'দল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করার পর এবং সাম্প্রতিক পারফর্মেন্স দেখে বলা যায় যে এখন পর্যন্ত আমাদের চার নম্বর পজিশনটি পাকাপোক্ত হয়নি। পাশাপাশি অন্য কয়েকটি পজিশনও চূড়ান্ত হয়নি যেহেতু কিছু ক্রিকেটার আশানুরূপ উন্নতি করেনি গত এক বছরে। আর যেহেতু ২০শে এপ্রিলের মধ্যে দল বাছাই করতে হবে সুতরাং আইপিএলের প্রথম মাসটি বেশ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের দল নির্বাচনের জন্য।'
ভারতীয় দলে চার নম্বর পজিশনটির জন্য প্রতিযোগিতায় আছেন আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইয়ুডু, শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। আইপিএলে এই চারজনের ওপরেই তাই চোখ থাকবে নির্বাচকদের। ভারতীয় বোর্ডের একটি সুত্র জানিয়েছে,
'অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত দল পাওয়া যাবে বলে ধারণা করা গিয়েছিলো। কিন্তু সেটি হয়নি এবং টেকনিক্যালি চার নম্বর পজিশনের জন্য চার জন ব্যাটসম্যান প্রতিযোগিতা করছে। যদিও কোচ রবি শাস্ত্রী বলেছিলেন কোহলিকে ৪ নম্বরে খেলাতে, তবে সেটি ম্যাচের পরিস্থিতি এবং অবস্থার ওপর। পুরো টুর্নামেন্টে সে চারে খেলতে পারে না।'