মজিদের অর্ধশতকে এগোচ্ছে মোহামেডান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডানঃ ১২৪/৩, ৩১ ওভারে

(আব্দুল মজিদ ৫২*, ইরফান শুক্কুর ১৭*; মোহাম্মদ শহিদ ১/৩২, রিশি ধাওয়ান ১/১৪)
মজিদের অর্ধশতকে এগোচ্ছে মোহামেডানঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামা ডানহাতি ব্যাটসম্যান আব্দুল মজিদের ব্যাটে ভর করে এগোচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একপ্রান্ত ধরে রেখে ইতিমধ্যে লিস্ট 'এ' ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।
৯০ বল খেলেছেন অর্ধশতক হাঁকাতে। একটি চার এবং একটি ছয়ের মার এসেছে তাঁর ব্যাট থেকে। মজিদকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ইরফান শুক্কুর।