promotional_ad

জয়ের প্রহর গুনছে আফগানিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা পোষাকের ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তাঁর ঘূর্ণিতেই নিজেদের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৮ রানে।


ফলে এই টেস্টে জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৭ রানের। ছোটো লক্ষ্যের জবাবে ব্যাটিং শুরু করে দিয়েছে আফগানরা। তারা তৃতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ২৯ রানে।


সাবধানী ব্যাটিংয়ে ৩৪ বলে ২ রান করা মোহাম্মদ শেহজাদকে ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রেইন। বাকি সময়টা দেখে শুনে পার করে দিয়েছেন রহমত শাহ ও ইহসানউল্লাহ। আফগানিস্তান এখনও পিছিয়ে আছে ১১৮ রানে।


আগের দিনের ১ উইকেটে ২২ রান নিয়ে খেলা শুরু করা আয়ারল্যান্ড আম্পায়ারের ভুলে দিনের শুরুতেই হারায় পল স্টার্লিংকে। তিনি ইয়ামিন আহমাদজাইয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।


যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি তাঁর ব্যাটের কানা স্পর্শ করেছে। এরপর জেমস ম্যাককলামের সঙ্গে ১০৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন অ্যান্ডি বালবিরনি। বাঁহাতি রিস্ট স্পিনার ওয়াকার সালামখেইলকে ড্রাইভ করার চেষ্টায় তিনি কট বিহাইন্ড হয়ে ফিরেছেন।



promotional_ad

১৪৯ বলে ১১ চারে ৮২ রান করে ফিরেন বালবিরনি। পাঁচ চারে ৩৯ রান করা ম্যাককলামকে লেগ বিফরের ফাঁদে ফেলে শিকার শুরু করেন রশিদ। ফলে, দুই রিস্ট স্পিনারের ছোবলে মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।


সপ্তম উইকেটে দলের হাল ধরেন জর্জ ডকরেল ও কেভিন ও’ব্রায়েন। এই দুজনে যোগ করেন ৬৩ রান। ২৫ রান করা ডকরেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন রশিদ। এরপর ৭৮ বলে ৭ চারে ৫৬ রান করা ও’ব্রায়েনকে নিজের পরের ওভারে একই কায়দায় ফিরিয়েছেন তিনি।


৪ রান করা ম্যাকব্রেইনকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন রশিদ। শেষ উইকেট জুটিতে আইরিশদের রান বাড়িয়েছেন ক্যামেরন ডো ও টিম মুরতাঘ। চারটি চারে ২৭ রান করা মুরতাঘকে ফিরিয়ে আয়ারল্যান্ডকে ২৮৮ রানে থামান আহমাদজাই।


ক্যামেরন ডাউ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ রান করে। রশিদ ৮২ রানে পাঁচ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার। আহমাদজাই ৩ উইকেট নেন ৫২ রানে। ২টি উইকেট গেছে সালামখেলির ঝুলিতে।


সংক্ষিপ্ত স্কোরঃ


আয়ারল্যান্ড ১ম ইনিংসঃ ৬০ ওভারে ১৭২ (পোর্টারফিল্ড ৯, স্টার্লিং ২৬, বালবার্নি ৪, ম্যাককলাম ৪, কেভিন ও’ব্রায়েন ১২, পয়েন্টার ০, টমসন ৩, ডকরেল ৩৯, ম্যাকব্রাইন ৩, ক্যামেরন-ডাউ ৯, মারটাঘ ৫৪*; ইয়ামিন ৩/৪১, ওয়াফাদার ০/৩১, নবি ৩/৩৬, রশিদ ২/২০, ওয়াকার ২/৩৫)।



আফগানিস্তান ১ম ইনিংসঃ ১০৬.৩ ওভারে ৩১৪ (রহমত ৯৮, শাহিদি ৬১, আফগান ৬৭, নবি ০, ইকরাম ৭, রশিদ ১০, আহমাদজাই ২, ওয়াফাদার ৬, সালামখেলি ১*; মুরতাঘ ১/৩৩, ম্যাকব্রেইন ২/৭৭, ক্যামেরন-ডাউ ২/৯৪, টম্পসন ৩/২৮, ডকরেল ২/৬৩, ও’ব্রায়েন ০/১১)


আয়ারল্যান্ড ২য় ইনিংসঃ (আগের দিন শেষে ২২/১) ৯৩ ওভারে ২৮৮ (স্টার্লিং ১৪, বালবিরনি ৮২, ম্যাককলাম ৩৯, ও’ব্রায়েন ৫৬, পয়েন্টার ১, টম্পসন ১, ড্করেল ২৫, ম্যাকব্রেইন ৪, ক্যামেরন-ডাউ ৩২*, মুরতাঘ ২৭; আহমেদজাই ৩/৫২, নবি ০/৫৮, রশিদ ৫/৮২, সালামখেলি ২/৬৬, ওয়াফাতার ০/২৪)


আফগানিস্তান ২য় ইনিংসঃ (লক্ষ্য ১৪৭) ১৬ ওভারে ২৯/১ (শেহজাদ ২, ইহসানউল্লাহ ১৬*, রহমত ১১*; ডকরেল ০/১৮, ম্যাকব্রেইন ১/৮, ক্যারেমরন-ডাউ ০/৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball