promotional_ad

অভিষেকের অপেক্ষায় মার্করাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৯শে মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই স্কোয়াডে রাখা হয়েছে ওপেনার এইডেন মার্করাম এবং পেসার অ্যানরিচ নর্টজেকে।


অপরদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান সাইনথেম্বা কিউয়েশিলেকে নির্বাচকেরা রেখেছেন শেষ দুই টি টুয়েন্টির স্কোয়াডে। এদিকে প্রথম ম্যাচে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।


তবে শেষের দুই ম্যাচ থেকে তাঁকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর পাশাপাশি কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিদিকেও রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। ডু প্লেসিসের পরিবর্তে শেষ দুই টি টুয়েন্টিতে দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার জেপি ডুমিনি।   


দল নির্বাচন প্রসঙ্গে ক্রিকেট  দক্ষিণ আফ্রিকার (সিএ) নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন বিশ্বকাপের আগে আরও বিকল্প ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্য নিয়েই প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন তারা। জন্ডি বলেছেন,  



promotional_ad

'আইসিসি বিশ্বকাপের আগে আরও অপশন খুঁজে বের করার জন্য আমরা প্রথম ম্যাচটিকে বিবেচনা করছি। আর এই ম্যাচটির স্কোয়াডে থাকা বেশিরভাগ সদস্য পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে মোমেন্টাম ওয়ানডে সিরিজে খেলেছে। আমরা হাশিম আমলাকে অন্তর্ভুক্ত করতে পারতাম, তবে দুর্ভাগ্যক্রমে সে তাঁর পারিবারিক সমস্যার কারণে খেলতে পারবে না।' 


দলে প্রথমবারের মতো ডাক পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান সাইনথেম্বা কিউয়েশিলেকে নিয়ে বেশ আশাবাদী জন্ডি। ১৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ৮টি হাফসেঞ্চুরি হাঁকানো ২০ বছর বয়সী এই তরুণকে নিয়ে তাঁর ভাষ্য, 'সাইনথেম্বা কিউয়েশিলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত খেলেছে এবং অবশ্যই এই মুহূর্তে তাঁর ফর্ম অসাধারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সে প্রত্যাশিত একজন খেলোয়াড়।'


এদিকে কিউয়েশিলের পাশাপাশি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন মার্করাম এবং নর্টজেও। এখন পর্যন্ত দেশের হয়ে ১৮টি ওয়ানডে খেলেছেন মার্করাম। যেখানে ২৯.৫৮ গড়ে রান করেছেন ৫০৩। আর ২৫ বছর বয়সী ডানহাতি পেসার নর্টজে খেলেছেন মাত্র ৪টি ওয়ানডে এবং শিকার করেছেন ৮টি উইকেট। 


দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ (প্রথম টি টুয়েন্টি) 


ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, রিজা হেন্ডরিক্স, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিচ নর্টজে, আন্দাইল ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, রাসি ফন ডার ডুসেন।



দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ (শেষ দুই টি টুয়েন্টি)


জেপি ডুমিনি (অধিনায়ক), রিজা হেন্ডরিক্স, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যানরিচ নর্টজে, আন্দাইল ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, সাইনথেম্বা কিউয়েশিলে (উইকেটরক্ষক), তাবরাইজ শামসি, লুথো সিম্পালা, ডেল স্টেইন, রাসি ফন ডার ডুসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball