বিশ্বকাপে কোহলি ভারতের বাজির ঘোড়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি আসন্ন বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারলে তাঁর দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল থাকবে, বিশ্বাস সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।
ভিরাটের সমৃদ্ধ ওয়ানডে রেকর্ডের কারণে ভারতকে বিশ্বকাপের একটি বিপদজনক দল হিসেবেও অভিহিত করেছেন কিংবদন্তী এই ক্রিকেটার। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি সম্পর্কে পন্টিং বলেছেন,

'তাঁর রান সংখ্যাই প্রমাণ করে দেয় যে সে ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। আমি মনে করি না যে তাঁকে সেরা হিসেবে বিবেচিত করার ক্ষেত্রে খুব বেশি মানুষ বিরোধিতা করবে। ভিরাটের ওয়ানডে রেকর্ড অবিশ্বাস্য। এই কারণে আমি মনে করি ভারত একটি বিপদজনক দল। ভিরাটের যদি বিশ্বকাপ যদি ভালো যায় তাহলে ভারত অবশ্যই জিততে পারবে।'
এখন পর্যন্ত ভারতের হয়ে ২২৭টি ওয়ানডে খেলেছেন কোহলি। যেখানে ৫৯.৫৭ গড়ে ১০৮৪৩ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৪১টি সেঞ্চুরি এবং ৪৯টি হাফসেঞ্চুরি। ঈর্ষনীয় এই ওয়ানডে রেকর্ডের কারণে ভারতীয় দলপতিকে সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে মানতে দ্বিধা করেননি পন্টিং। তাঁর ভাষ্যমতে,
'আপনি যদি দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ লেভেলটি ধরে রাখতে পারেন, তাহলে বলতেই হবে যে আপনি সেরা। খেলাটিতে দীর্ঘ সময় ধরে ছড়ি ঘোরানোর এই ক্ষমতাই তাঁর মাহাত্ম্য বর্ণনা করার সবথেকে ভালো উপায়। শচীন এটি করেছিলো। ভিরাট এরই মধ্যে নিজেকে সেরা প্রমাণ করার সুযোগ পেয়ে গিয়েছে।'
উল্লেখ্য আগামী ৩০শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। টুর্নামেন্টে ফেভারিটের কাতারে বেশ এগিয়ে আছে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের দ্বিতীয়তে থাকা ভারত। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ই জুন।