promotional_ad

আইপিএলের আগে ইনজুরি শঙ্কায় সাকিব, ডি ভিলিয়ার্সরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 


২৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে ইনজুরি শঙ্কার মুখে রয়েছেন বেশ কিছু ক্রিকেটার। 


যাদের মধ্যে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান, রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ, কলকাতা নাইট রাইডার্সের উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সদের মতো তারকারা। আসন্ন আইপিএলে ইনজুরি শঙ্কায় থাকা ক্রিকেটারদের নিয়েই এই প্রতিবেদন।  


স্টিভ স্মিথঃ 


বল টেম্পারিংয়ে দায়ে অভিযুক্ত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ গত বছরের আইপিএলে খেলতে পারেননি। তবে এবারের আসর দিয়ে আবারও আইপিএলে ফিরছেন তিনি। যদিও কনুইয়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ???ঠায় প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে নাও পেতে পারে রাজস্থান রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসর থেকেই এই ইনজুরিতে ভুগছেন স্মিথ। বিপিএলের মাঝপথে তাঁকে ফিরে যেতে হয়েছিলো দেশে। এরপর ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। 


সাকিব আল হাসানঃ



promotional_ad

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দ্বিতীয় বারের মতো খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি তিনি। আঙ্গুলের ইনজুরি থেকে সেরে না ওঠায় নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি সাকিব। এবার আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচও মিস করতে পারেননি তিনি। গত বিপিএলের শেষ ম্যাচে আঙ্গুলের পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়েছিলো সাকিবের।


এবি ডি ভিলিয়ার্সঃ


বিপিএলে রংপুর রাইন্ডার্সের হয়ে খেলেছিলেন ভিলিয়ার্স। এরপর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। তবে টুর্নামেন্টের মাঝপথে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে যেতে হয় ৩৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকানকে। আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচ এই হার্ড হিটার ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে তাই শঙ্কা থেকেই যাচ্ছে। এবারের আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন তিনি। 


হার্দিক পান্ডিয়াঃ


মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা অলরাউন্ডারকে নিয়েও রয়েছে শঙ্কা। গত চার আসর থেকে মুম্বাইয়ের অপরিহার্য ক্রিকেটার পান্ডিয়া বর্তমানে ভুগছেন পিঠের ইনজুরিতে। এরই মধ্যে অবশ্য অনুশীলনে ফিরেছেন তিনি। তবে এখনও পুরোপুরি ফিট হননি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজেও খেলা হয়নি হার্দিকর। গত বছরের এশিয়া কাপ থেকে পিঠের এই ইনজুরিতে ভুগছেন তিনি। ভারতের বিশ্বকাপ দলের অপরিহার্য এই সদস্যকে আইপিএলে বেশি ম্যাচ নাও খেলাতে পারে মুম্বাই। 


কেন উলিয়ামসনঃ



বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে বাঁহাতের মাংশপেশির ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। সুতরাং আসন্ন আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে না হায়দ্রাবাদ। এই ইনজুরির কারণে শেষ টেস্টের দলে রাখা হয়েনি কিউই অধিনায়ককে। অবশ্য জানা গিয়েছে উইলিয়ামসনের ইনজুরিটি খুব বেশি গুরুতর কিছু নয়। ফলে আইপিএলের এবারের আসরেও খেলবেন তিনি। 


সুনীল নারিনঃ


কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডারও আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। কেননা গত বিপিএলে আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন এই ক্যারিবিয়ান। এরপর পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পুরো আসর থেকে ছিটকে পড়তে হয় তাঁকে। তবে আইপিএলের মাঝামাঝি সময়ে কলকাতা শিবিরে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে নারিনের। 


আন্দ্রে রাসেলঃ


কলকাতার আরেক অপরিহার্য ক্রিকেটার আন্দ্রে রাসেলকে নিয়েও রয়েছে শঙ্কা। সম্প্রতি হাঁটুর ইনজুরিতে যথেষ্ট ভুগছেন এই ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। এর কারণে খেলতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও। এবার আইপিএলে তিনি খেলতে পারবেন কিনা সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball