সেরা পাঁচে পেসারদের রাজত্ব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) আসরের প্রথম পর্ব শেষে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের মধ্যে রাজত্ব করছেন পেসাররা। সেরা বোলারদের তালিকায় প্রথম পাঁচটি স্থানই দখলে রেখেছেন তাঁরা।
৩ ম্যাচে ৩.৫১ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন গাজি গ্রুপ ক্রিকেটার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। তাঁর বোলিংয়ের গড় ১০.৫৫। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে গত ১৫ই মার্চ বল হাতে ২৪ রানে ৫ উইকেট শিকার করেছিলেন রাব্বি যা তাঁর লিস্ট 'এ' ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা বোলিং।

রাব্বির পর সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয়তে অবস্থান খেলাঘরের ডানহাতি পেসার রবিউল হক। তাঁর বোলিং ইকোনমি ৪.০৬ এবং এবং গড় ১৩.৫৫। গাজি গ্রুপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয়তে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের শফিউল ইসলাম। ৪.৯৬ ইকোনমি ও ১৪.৩৩ গড়ে তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। গত ৯ই মার্চ গাজি গ্রুপের বিপক্ষে ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন এই পেসার।
এরপর চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে ফরহাদ রেজা ও আরিফুল হক। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রেজা তিন ম্যাচ খেলে ৪.৪৮ ইকোনমিতে বোলিং করেছেন। তাঁর উইকেট সংখ্যা ৯টি এবং বোলিংয়ের গড় ১৪.৪৪। মোহামেডানের বিপক্ষে শেষ ম্যাচে ৫৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আরিফুলও টুর্নামেন্টে ভালো ফর্মে আছেন। তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি এখন পর্যন্ত। তাঁর ইকোনমি রেট ৪.৫৫ এবং বোলিং গড় ১৪.১২। গত ৯ই মার্চ খেলাঘরের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন আরিফুল।