হোয়াইটওয়াশের লজ্জায় শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪১ রানের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে সফরকারী লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে প্রোটিয়ারা।
এদিন শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে ২২৬ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো শ্রীলঙ্কা। এই লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি ককের উইকেটটি হারালেও ফাফ ডু প্লেসিস এবং এইডেন মার্করামের ৭০ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
দলীয় ৭৮ রানের মাথায় অধিনায়ক ডু প্লেসিস সাজঘরে ফিরলে ডানহাতি ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেনের সাথে ৫৭ রানের অপরাজিত জুটি গড়েছিলেন মার্করাম। কিন্তু এরপর মাঠের ফ্লাড লাইটে ত্রুটির কারণে খেলা স্থগিত রাখা হয়।
প্রায় ৯০ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর পার স্কোরের দিক থেকে দক্ষিণ আফ্রিকার এগিয়ে থাকায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তাদের জয়ী ঘোষণা করা হয়। এই পদ্ধতিতে প্রোটিয়াদের নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছিলো ৯৫। তবে হিসাব মতো পার স্কোরের দিক থেকে স্বাগতিকরা ৯৪ রান নিয়ে এগিয়ে ছিলো।

খেলা বন্ধের আগে দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ছিলো ২ উইকেটে ১৩৫ রান। ক্রিজে ৬৭ রানে অপরাজিত ছিলেন এইডেন মার্করাম এবং ২৮ রান করেছিলেন ফন ডার ডুসেন। লঙ্কানদের পক্ষে একটি করে উইকেট পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরা।
এর আগে ম্যাচটির শুরুতে ব্যাটিং করতে নেমে দারুণ খেলেছিলেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল মেন্ডিস। ৮৪ বলে ৫৬ রানের একটি দায়িত্বশীল ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। এছাড়াও অ্যাঞ্জেলো পেরেরা ৩১, প্রিয়ামল পেরেরা ৩৩ এবং ইসুরু উদানা ৩২ রান করেছিলেন।
তবে এরপরেও প্রোটিয়াদের বোলিং তান্ডবে তিন বল হাতে রেখেই মাত্র ২২৫ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারীরা। দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ৫০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছিলেন। অপরদিকে অ্যানরিচ নর্টজে এবং ইমরান তাহির প্রত্যেকে নিয়েছিলেন ২টি করে উইকেট। আর লুঙ্গি এনগিদি এবং আন্দাইল ফেহলুকায়ো পান ১টি করে উইকেট।
উল্লেখ্য এর আগে সিরিজের বাকি চার ম্যাচে শ্রীলঙ্কা পরাজিত হয়েছিলো যথাক্রমে ৮ উইকেট, ১১৩ রান, ৭১ রান এবং ৬ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ২২৫/১০ (৪৯.৩ ওভার) (মেন্ডিস-৫৬, পেরেরা-৩৩; রাবাদা-৩/৫০, তাহির-২/৩৩)
দক্ষিণ আফ্রিকাঃ ১৩৫/২ (২৮ ওভার) (মার্করাম- ৬৭*, ডুসেন-২৮*; থিসারা পেরেরা-১/২০, মালিঙ্গা- ১/২২)