দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরেই যেন হাপ ছেড়ে বেঁছে টাইগাররা। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার বেদনা ভুলতে এবার দেশবাসীর কাছে দোয়া চাইলেন টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সামনে মাহমুদুল্লাহ জানান,

'দেশবাসীর প্রতি বলব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মানসিক অবস্থা থেকে বের হতে পারি। আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, একইসাথে বিসিবিকেও ধন্যবাদ।'
আততায়ীর আক্রমণের শিকার হতে পারতো বাংলাদেশ দলও। কিন্ত একরকম ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছে বাংলাদেশ। এরপরেও সিরিজ চলমান থাকলে সেখানে মনোনিবেশ করতে পারতো না টাইগাররা। তাই সিরিজ বাতিল হওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞ মাহমুদুল্লাহ।
'আমরা যখন রুমের মধ্যে ছিলাম তখন একটা কথাই মনে হচ্ছিল যে আমরা কতোটা ভাগ্যবান। তারপর বোর্ড কর্তাদের সঙ্গে যখন যোগাযোগ হল উনারা তখন আমাদের উদ্ধার করলেন।
'বিসিবিকে ধন্যবাদ, পাপন ভাইকে ধন্যবাদ। ওনাদের সঙ্গে যখন কথা হল তখন ওনারা বললেন আমাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনবেন।'