নিউজিল্যান্ডকে আমরা এখনও ভালোবাসিঃ মুশফিক

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশ, তবুও দেশটির প্রতি ভালবাসা একটুও কমেনি টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের।
মসজিদে প্রবেশ না করে বেঁচে ফেরার পর তাই আনন্দে আত্মহারা সিরিজে ইনজুরিতে ম্যাচ মিস করা মুশফিক। গণমাধ্যমের সামনে কথা বলার সময় জানিয়েছেন,

'নিউজিল্যান্ড বিশ্বের সেরা দেশগুলোর একটি। আমরা এখনও নিউজিল্যান্ডকে ভালবাসি। আমরা বেঁচে আছি, এটাই আনন্দের।'
ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে সেখানে আততায়ী হামলা টের পায় বাংলাদেশ। এরপর মসজিদের ভেতর প্রবেশ না করে সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায় ক্রিকেটাররা।
অবস্থা বেগতিক হওয়ায় আইসিসি এবং বিসিবির সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষনিকভাবে বাকী সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এরপর শনিবার দিন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে টাইগার বাহিনী। শনিবার রাতে দেশে পৌঁছানোর কথা দলটির।