তরুণ ক্রিকেটারদের খেলা উপভোগের পরামর্শ সাকিবের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একাডেমি কাপের গত আসরের শিরোপা জিতেছিল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। এবার এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠছে। শবিবার এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান।
ট্রফি উন্মোচন শেষে এই অলরাউন্ডার জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের তিনি খেলাটাকে উপভোগ করার পরামর্শ দিচ্ছেন। এটা করতে পারলেই তরুণ ক্রিকেটারদের জন্য বড় পাওয়া হবে।

‘খেলার আনন্দ নিয়েই ওদের খেলতে বলব। এখনই অনেক বড় লক্ষ্য ঠিক করা মনে হয় না ভালো কিছু হবে। যদি খেলাটা উপভোগ করে, ভালো একটা ফিডব্যাক পায়, এটাই ওদের সবচেয়ে বড় পাওয়া হবে। মনোযোগ দিয়ে অবশ্যই খেলবে।'
এই টুর্নামেন্টকেই সবকিছু মনে করতে মানা করেছেন সাকিব। এই টুর্নামেন্ট যারা ব্যর্থ হবেন তাদের সবকিছু শেষ না, আবার এই টুর্নামেন্টে ভালো করলেও এটাই সবকিছু না। এমনটাই ভাবতে বলেছেন এই অলরাউন্ডার।
'এ টুর্নামেন্টকে যেন সবকিছু মনে না করে। এখানে যারা ব্যর্থ হবে, তাদের জন্য যেমন শেষ না, আবার সফল হলে, সব পাওয়া হয়ে গেল, সেটিও নয়। এটা একটা শুরু মাত্র। ওরা যেন সে সব চিন্তা করে খেলে। এ টুর্নামেন্টের মজাটা যেন ওরা নিতে পারে।’
ঢাকা শহরে অনেক একাডেমি আছে। এসব একাডেমিতে যত খেলোয়াড় আছে তাদের একটা প্লাটফর্ম থাকা দরকার। সেই প্লাটফর্ম তৈরি করতে বিসিবি এই উদ্যোগ নিয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন অনূর্ধ্ব-১৯ বয়সী একাডেমির ক্রিকেটাররা।