promotional_ad

বিসিবির উদ্যোগকে স্বাগত জানালেন সাকিব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমী কাপ টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।ঢাকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেট একাডেমীগুলো থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টটিকে একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত করেছেন সাকিব।  


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ একাডেমী কাপের উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তরুণদের এই সুযোগ করে দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাতে ভোলেননি সাকিব। অনুষ্ঠানে তিনি বলেছেন, 



promotional_ad

‘খুবই বড় প্ল্যাটফর্ম এটি। আমি যতদূর জানি, ঢাকা শহরে প্রচুর একাডেমী আছে। এসব একাডেমিতে যত খেলোয়াড় আছে তাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। ওই প্ল্যাটফর্ম তৈরি করতে বিসিবি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। বিসিবিকে ধন্যবাদ জানাই এমন একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য।'


এই টুর্নামেন্টের মাধ্যমে অজানা অচেনা ক্রিকেটাররাও পাদপ্রদীপের আলোয় উঠে আসার সুযোগ পাবে। পাশাপাশি ভালো খেলার একটি তাগিদও থাকবে তাঁদের, বিশ্বাস সাকিবের। এই কারণে এখান থেকে আগামীতে অনেক ক্রিকেটার উঠে আসবে উল্লেখ করে সাকিব বলেছেন,   


'এই টুর্নামেন্টের মাধ্যমে অনেকে নজর কাড়তে পারে। কীভাবে আরও ওপরে উঠবে সেটির একটা প্ল্যাটফর্ম হতে পারে। এখানে যারা অংশ নেবে তাদেরও একটা দায়িত্ব থাকবে যেন ভালো কিছু করতে পারে। এর মাধ্যমে চোখে পড়তে পারে। যেহেতু একাডেমির খেলোয়াড়েরা খেলবে সবাই অনূর্ধ্ব–১৯ বা এর নিচে। এখান থেকে যেন অনেক খেলোয়াড় উঠে আসতে পারে সে আশাই করব।'  
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball