পুরো আইপিএলে খেলবেন সাকিব?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পুরো আসরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কিনা সেটি খোলাসা করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাকিবকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি প্রদান করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে তবেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, 'এটা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।'

সম্প্রতি আঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন সাকিব। সেই কারণেই তাঁকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে নারাজ ক্রিকেট বোর্ড।
এক্ষেত্রে আইপিএলের পুরো আসরে তিনি খেলতে পারবেন কিনা সেটি তাঁর হাতের সঠিক মূল্যায়নের পরই পরিষ্কার হওয়া যাবে। নিজামউদ্দিন তাই বলেছেন, সাকিব একটা ইনজুরি থেকে উঠে এসেছেন। আশা করি পরবর্তী একটা মূল্যায়নের পর বিষয়টা পরিষ্কার হবে।'
উল্লেখ্য আইপিএলের পরবর্তী আসর শুরু হবে চলতি মাসের ২৩ তারিখ থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই টুর্নামেন্টে খেলবেন সাকিব।
এর আগে আঙ্গুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। তবে এরই মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি বিধায় আইপিলে খেলতে বাঁধা থাকছে না তাঁর।
আগামী মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে তৃতীয় দল হিসেবে অংশ নিবে উইন্ডিজ। তবে আইপিএল শেষ হবে ১৯শে মেতে।