promotional_ad

ভুল ভেঙ্গেছে সুজনের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে নিউজিল্যান্ডের মতো শান্তিপূর্ণ একটি দেশে সন্ত্রাসী হামলার ঘটনা একেবারেই অকল্পনীয়। আর সেই কারণেই ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি। 


তবে এই ধারণা যে ভুল ছিলো সেটি প্রমাণ করে দিয়েছে সন্ত্রাসী ব্র্যান্টন ট্যারেন্ট। নির্বিচারে গুলি চালিয়ে মুসল্লিদের হত্যা করেছে সে। সুজন জানিয়েছেন নিউজিল্যান্ড দেশটিকে এতটাই নিরাপদ ভাবতেন তাঁরা যে সেখানে সন্ধ্যার পর রাস্তায় নির্বিঘ্নে হাঁটতেও বাঁধা ছিলো না। সুজন বলেছেন,  



promotional_ad

'আমরা সবসময় নিউজিল্যান্ডকে শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখেছি। এখানে এমন কিছু ঘটতে পারে না বলেই জানতাম। আমরা রাস্তায় যখন তখন হাঁটতে পারতাম এখানে। যেমন আমরা যখন জিম্বাবুয়েতে যাই তখন নিরাপত্তা সমস্যাটি থাকে। আমরা সেখানে সন্ধ্যার পরে বের হতে পারবো না সেটি জানি। যারাই সফর করেছে তারাই জানে।'


সুজন আরও যোগ করেন, 'আমরা বলে দিতাম যে রাত হওয়ার পর আর একা যাওয়া যাবে না কোথাও। দশ কিংবা পাঁচ জনের গ্রুপও যাওয়া যাবে না। আমরা অনুমতি দিতাম না বা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও আমরা অনুমতি দেই নি সবজায়গায়। কারণ এখানে সন্ধ্যার পর অনেক কিছু ঘটে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে আমাদের ক্লিয়ারেন্স দেয়। তাঁরা অনেক নিরাপত্তা দেয়। ওখানে প্রয়োজন বলেই সেটি করে তারা।'


নিউজিল্যান্ডের মাটিতে এর আগে এরূপ ঘটনার নজীর তেমন ছিলো না বিধায় নিরাপত্তার বিষয়টিতে বেশি জোর দেয়নি সেখানকার ক্রিকেট বোর্ড বলে বিশ্বাস সাবেক টাইগার অধিনায়ক সুজনের। তবে এখন থেকে নিজেদের তাগিদেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, 



'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বা সরকার মনে করেছে সেখানে এত নিরাপত্তা দেয়ার দরকার নেই এবং এমন কিছু হয়নি কোনও সময়। এই কারণে নিরাপত্তা শিথিল ছিলো হয়তোবা। তবে এখন থেকে আমাদের নিজেদের তাগিদেই বলতে হবে যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা চাই আমাদের দলের জন্য সেটি যত শান্তিপূর্ণ দেশই হোক না কেন।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball