promotional_ad

ক্রাইস্টচার্চে হামলাকারী গ্রেপ্তার

ছবিঃ রয়টার্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গ্রেপ্তার করা হয়েছে ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী সন্ত্রাসী ব্র্যান্টন ট্যারেন্টকে। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত শুধু খুনের অভিযোগ আনা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 


এরই মধ্যে ২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে হাজির করা হয়েছে ক্রাইস্টচার্চের ডিসট্রিক্ট কোর্টে। আগামী মাসের ৫ তারিখ ট্যারেন্টের হাজিরার দিন ধার্য করা হয়েছে।   



promotional_ad

এদিকে জানা গিয়েছে গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাওয়ার সময় কোনও কথা বলেননি ট্যারেন্ট। তাঁর পরনে ছিলো সাদা বন্দির পোশাক। 


ট্যারেন্ট ছাড়াও এই ঘটনায় সন্দেহভাজন আরও দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড পুলিশ। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখছে তাঁরা। 


উল্লেখ্য ক্রাইস্টচার্চে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিলো ট্যারেন্ট। দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত সেই মসজিদটিতে নামাজ আদায় করার কথা ছিলো বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও।



তবে মাত্র ৫ মিনিটের জন্য বেঁচে গিয়েছিলেন তাঁরা। ট্যারেন্ট তাঁর এই নৃশংস ঘটনা সাড়ে ১৬ মিনিট ধরে লাইভ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলো।


হামলা চালানোর আগে নিজের বাসা থেকে গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে এসেছিলো সে। এই ঘটনার পর বাতিল করা হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্ট ম্যাচটি। যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball