শেখ জামালে ভারতীয় ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ডানহাতি ব্যাটসম্যান পুনিট বিষটকে দলে ভিড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দল শেখ জামাল। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে শেখ জামাল কর্তৃপক্ষ।
এরই মধ্যে শেখ জামালের হয়ে একটি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই ভারতীয়। তবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে সেই ম্যাচে মাত্র ২২ রান করেছিলেন তিনি। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে বিষটের পরিসংখ্যান যথেষ্ট ভালো।

এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট ৮৫টি ম্যাচ খেলেছেন বিষট। যেখানে ৩৪ গড়ে ৩৫৭১ রান সংগ্রহ করেছেন তিনি। রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরি।
এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে ৭৮ ম্যাচে ৩৮.৮০ গড়ে ১৯৭৯ রান সংগ্রহ করেছেন এই ভারতীয়। হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ
নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবির হায়দার, পুনিট বিষট।