শোকস্তব্ধ আজহার-শেহজাদরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এই হামলার ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন দুই পাকিস্তানি ক্রিকেটার আজহার আলী ও আহমেদ শেহজাদ।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার আলী এক টুইট বার্তায় জানিয়েছেন নিহতদের কথা ভেবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাঁর। তাছাড়া বাংলাদেশ দল নিরাপদে থাকায় স্বস্তি বোধ করছেন তিনি।

'এ হামলায় যাদের পরিবারের মানুষ নিহত হয়েছেন তাঁদের কথা ভেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এখানে খেলোয়াড় ও বুদ্ধিজীবীরাও আক্রান্ত হয়েছেন। তারপরও বাংলাদেশ দল নিরাপদে আছে তা শুনে স্বস্তিবোধ করছি। এরকম কাপুরুষদের কোনো ধর্ম ও জাতি নেই।'
শোক প্রকাশ করেছেন পাকিস্তান দলের মারকুটে ব্যাটসম্যান আহমেদ শেহজাদও শোক প্রকাশ করেছেন। টাইগাররা নিরাপদ থাকায় স্বস্তি বোধ করছেন এই পাকিস্তানি ক্রিকেটারও।
'আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলায় আমি গভীর ভাবে শোকাহত। এই দূর্ঘনার শিকার হওয়া সকলকে সর্বোচ্চ স্থান দান করবেন। তারা সবসময় আমার দোয়ায় থাকবেন। বাংলাদেশ দল নিরাপদে আছে জেনে স্বস্তি বোধ করছি।'
শনিবার শনিবার সকালে ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট শুরুর কথা ছিল। কিন্তু, বদলে যাওয়া বাবস্তবতায় সেই সময়ই নিউজিল্যান্ড ছাড়বে বাংলাদেশ দল।সিরিজের শেষ টেস্ট বাতিলের পর শনিবারই দেশে ফেররা কথা রয়েছে বাংলাদেশ দলের।